রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে পিতাকে হত্যার অভিযোগে ছেলে আটক

লালপুরে পিতাকে হত্যার অভিযোগে ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে আল-আমিন(১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আটককৃত যুবককে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। সে বড়বাদকয়া গ্রামের নিহত আবুল কালামের দ্বিতীয় স্ত্রী আরজিনা খাতুনের আগের পক্ষের ছেলে।

জানা যায়,শনিবার ভোরে উপজেলার বড়বাদকয়া গ্রামের একটি পুকুরের পাড় থেকে আঘাতের চিহ্নিত কালামের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা ধারণা করেন কেউ কালামকে কুপিয়ে হত্যা করে পুকুরের পাড়ে ফেলে রেখে গেছে।
এ ঘটনায় নিহতের ভাই শহিদুজ্জামান সালাম  বাদি হয়ে নিহতের স্ত্রী ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য বড়বাদকয়া গ্রামের আরজিনা খাতুন (৩৫), নিহতের সৎ  ছেলে  আল-আমিন (১৮),শ্বশুর জহিম উদ্দিন (৬০),শাশুড়ি জালেমা বেগম (৫৫) সহ অজ্ঞাতনামা আরো ৩ থেকে ৪ জনকে অভিযুক্ত করে স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানা যায়। লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …