নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
লালপুরে ২৮ জন জিপিএ ৫ পেয়ে উপজেলার শীর্ষস্থান লাভ করেছে ইকরা কম্পিউটার একাডেমী। অন্যদিকে নর্থ বেঙ্গল সুগার মিল উচ্চ বিদ্যালয় ২৭ জন জিপিএ ৫ পেয়ে দ্বিতীয়, তৃতীয় ঊষা কিন্ডারগার্টেন ২৬ এবং ২৪টি জিপিএ ৫ পেয়ে পদ্মা কিন্ডারগার্টেন চতুর্থ স্থনে রয়েছে।
নাটোরের লালপুরে এ বছর চার হাজার দুইশ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪৮৪ জন। যার মধ্যে মেয়ে ২৭১ এবং ছেলে ২১৩ জন। এছাড়াও জিপিএ ৪ পেয়েছে এক হাজার ৪৭৮, জিপিএ ৩.৫ পেয়েছে ৬৮৫, জিপিএ ৩ পেয়েছে ৬৬৫, জিপিএ ২.৫ পেয়েছে ৭১১ এবং জিপিএ ২ পেয়েছে ২৫৩ জন। এবছর অকৃতকার্য হয়েছে ৪৯ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ৪৯ জন।
আরও দেখুন
১৭বছর ধরে শেখ হাসিনা সারাদেশে গণহত্যা চালিয়েছে
নিজস্ব প্রতিবেদক লালপুর…………শেখ হাসিনা সারা বাংলাদেশে গণহত্য চালিয়েছে। কাউকে কোন কথা বলতে দেয় নাই।বিএনপি নেতা …