সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে পাথর বোঝাই ট্রাক ঢুকে পড়লো রাইস মিলে

লালপুরে পাথর বোঝাই ট্রাক ঢুকে পড়লো রাইস মিলে

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে  ডাউল ও রাইস মিলে ঢুকে পড়লো পাথর বোঝাই ট্রাক।

বৃহস্পতিবার (২৩ মে, ২০২৪) ভোর ৪টা ২৫ মিনিটের দিকে উপজেলার বানেশ্বর -ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায় পাথর বোঝাই ট্রাকটি সোনামসজিদ থেকে পাথর বোঝাই করে কুষ্টিয়া যাওয়ার সময়  নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের বিদ্যুৎ এর রাইস এন্ড ডাউল মিলের ওয়াল ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে। এ ঘটনায় আহত ট্রাক ড্রাইভার সামান্য আহত হলে চিকিৎসার নামে হাসপাতালে যাওয়ার কথা বলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি  লালপুর থানা পুলিশ অবহিত হয়ে ট্রাকটি স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে পাহারায় রেখে যান।

গ্রাম পুলিশ রমেশ কুমার জানান থানা থেকে পুলিশ এসে দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করে পাথর বোঝাই ট্রাকটি দেখে রাখার নির্দেশ দিয়েছেন।

এবিষয়ে মিলের মালিক বিদ্যুৎ দৈনিক কালবেলাকে জানান অসাবধানতায় গাড়ি চালানোর জন্য এমন দুর্ঘটনা ঘটেছে এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …