সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে পাওয়ার ট্রলি এবং বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

লালপুরে পাওয়ার ট্রলি এবং বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
লালপুরে পাওয়ার ট্রলি এবং বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইলিয়াস (৩০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ৪নং আড়বার ইউনিয়নের সালামপুর সেন্টার মোড়ে পাওয়াট্রলি ও বাইসাইেলের মুখি মুখি সংঘর্ষে ওই সাইকেল আরোহী নিহত হন। নিহত ইলিয়াস উপজেলার শেরপাড়া এলাকার ইব্রাহিম হোসেন এর ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, বুধবার সকালে ইব্রাহিম বাইসাইকেল নিয়ে সালামপুর বাজারে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রলিরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইব্রাহিম গুরুতর আহত হন। আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …