সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে পিআইও অফিসের কর্মবিরতি

লালপুরে পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে পিআইও অফিসের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
সারাদেশের ন্যায় নাটোরের লালপুরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) চতুর্থ দিন লালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে সেবা না পেয়ে ফিরে গেছেন সেবাপ্রত্যাশীরা। সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অফিস বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপ সহকারী প্রকৌশলী মোরসালিন ইসলাম, কার্য-সহকরী আসাদুজ্জামান, অফিস সহায়ক গোলাম মোর্তজা।

কর্মবিরতি ও দাবি সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্য্যােগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও আপগ্রেডেশন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদে পদোন্নতি/ চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণ। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে ৪র্থ দিন লালপুরে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …