শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে পিআইও অফিসের কর্মবিরতি

লালপুরে পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে পিআইও অফিসের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
সারাদেশের ন্যায় নাটোরের লালপুরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) চতুর্থ দিন লালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে সেবা না পেয়ে ফিরে গেছেন সেবাপ্রত্যাশীরা। সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অফিস বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপ সহকারী প্রকৌশলী মোরসালিন ইসলাম, কার্য-সহকরী আসাদুজ্জামান, অফিস সহায়ক গোলাম মোর্তজা।

কর্মবিরতি ও দাবি সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্য্যােগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও আপগ্রেডেশন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদে পদোন্নতি/ চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণ। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে ৪র্থ দিন লালপুরে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করা হয়েছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …