নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর উপজেলায় গোপালপুর পৌরসভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনায় দু:স্থ, অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়।
১১ মে (মঙ্গলবার) সকালে গোপালপুর পৌরসভার আয়োজনে উক্ত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে গোপালপুর পৌর সভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলির সভাপতিত্বে ও পৌরসভার ইঞ্জিনিয়ার ওবাইদুল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার। আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার রতন কুমার পাল, পৌরসভার প্যানেল মেয়র মোয়াজ্জেম হোসেন, কাউন্সিলর আবু সাইদ, কুদ্দুস মালিথা, আলমগীর হোসেন, আঃ সাত্তার, আমিনা, তহমিনা সহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ১৫৪০ পরিবারকে নগদ অর্থ বিতরণ করা হয়।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …