নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে পদ্মা নদীর পানির স্রোতে ভেসে গিয়ে পাপাড়ী (১১) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার লক্ষীপুর গ্রামের জুলহাস উদ্দিন পাখির মেয়ে পাপড়ি নদীতে তার খালা কহিনুর ও খালাতো বোন রানী (১১) পদ্মা নদীতে গোসল করতে থাকে। এ সময় পাপড়ী ও রানী পানির স্রোতে ভেসে যায়।
কহিনুর তার মেয়ে রানীকে উদ্ধার করতে পারলেও তার ভাগ্নী পাপড়িকে উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে। খবর পেয়ে লালপুর ও রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে যৌথ ভাবে তাকে উদ্ধার তৎপরতা চলাচ্ছে। পাপড়ি স্থানীয় আসিরাতুননূর কিন্ডার গার্ডেন মাদ্রাসার ৫ম শ্রেণীর শিক্ষার্থী।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরি দল পাপড়িকে উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …