শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / লালপুরে পদ্মা নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

লালপুরে পদ্মা নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আকাশ (১০)  নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার পদ্মা নদীর চর অঞ্চলে এই ঘটনা ঘটে। সে উপজেলার চর লালপুর গ্রামের শাহাবুল ইসলামের ছেলে। 

জানা যায়, সকালে পদ্মা নদীর চর এলাকার মাঠে আকাশ তাঁর বাবার নিকট  খাবার নিয়ে যায়। পরে তাঁর বাবার অজান্তেই নদীতে গোসল করতে যায় সে। তাঁর বাবা তাকে না দেখতে পেয়ে অনেকে খোঁজা খোঁজি করে পদ্মা নদীতে ডুবে যাওয়া অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …