শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে পদ্মা নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

লালপুরে পদ্মা নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: 

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে ডুবে রাদ ইসলাম (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৬ জুন) দুপুরের দিকে উপজেলার রামকৃঞ্চপুর পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। রাদ ইসলাম রামকৃঞ্চপুর পশ্চিমপাড়া গ্রামের  মোমিনুল ইসলামের ছেলে ও মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। 

পারিবারিক সূত্রে  জানা যায় সকাল সাড়ে ১১টার সময় রাদ বাড়ি থেকে বের হয়। কিন্তু স্থানীয় লোক মরফত জানতে পারেন দুপুর ১২টার দিকে পলাশ চেয়ারম্যানের ভাটার নিকটে পদ্মা নদীতে গোসল করতে নামে রাদ। গোসলের একপর্যায়ে তাকে দেখতে না পাওয়ায় মহিষের রাখালরা তার বাড়িতে  এসে খবর দেয়। পরে স্বজনরা ঘটনস্থলে গিয়ে পদ্মা নদী থেকে অচেতন অবস্থায় রাদকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল রানা তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …