সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে পদ্মা নদীতে অবৈধ ভা‌বে বালু উ‌ত্তোল‌ন বন্ধে ভ্রাম্যমাণ আদালত

লালপুরে পদ্মা নদীতে অবৈধ ভা‌বে বালু উ‌ত্তোল‌ন বন্ধে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপু‌রের পদ্মা নদী‌তে চরজারিরা নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

রবিবার দুপুরে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত প‌রিচালনা ক‌রে ড্রেজার দি‌য়ে অবৈধ ভা‌বে বালু উ‌ত্তোল‌নের অপরা‌ধে বালু মহাল ও মা‌টি ব্যবস্থাপনা আইন২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনকারী কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চররূপপুর এলাকার লতিফ মালিথার ছেলে লিটনকে ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি জানান, নাটোরের লালপুরে চরজাজিরা নামক স্থানে পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলন হচ্ছে। অবৈধভাবে এই অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে নদীপাড়ের বাসিন্দারা অভিযোগ করেছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …