নিজস্ব প্রতিবেদক,লালপুর:নাটোরের লালপুর উপজেলার পদ্মানদীর শাখা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আলফাজ (১৫) নামের এক কিশোর প্রাণ হারিয়েছে।
শনিবার (২২ জুুলাই) দুপুর ২টার দিকে লালপুর ইউনিয়ন পরিষদের পিছনে পদ্মানদীর শাখা নদীতে গোসল করতে নেমে সাতার কম পারায় পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন লালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাব্বির আহমেদ। নিহত আলফাজ মহেশপুর গ্রামের আলমের ছেলে।
লালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাব্বির আহমেদ বলেন, আলফাজ ও তার আরো দুই বন্ধু মিলে দুপুর দেড় টার দিকে লালপুর ইউনিয়ন পরিষদের পেছনে পদ্মানদীর শাখা নদীতে গোসল করতে নামে। এসময় আলফাজ সাতার কম পারায় বন্ধুদের অজান্তে নদীতে ডুবে যায়। তিনি আরো বলেন, পরে তার বন্ধুরা আলফাজকে না পেয়ে স্থানীয়দের বিষয়টি জানায়। স্থানীয়রা ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পেছে ১০ মিনিটের মধ্যে আলফাজকে অচেতন অবস্থায় উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে পরিবারের কাছে আলফাজের লাশ হস্তান্তর করা হয়েছে।’
লালপুর থানার ওসি মো. উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …