সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে পদ্মার চরাঞ্চলে লাল সূর্যের হাসি

লালপুরে পদ্মার চরাঞ্চলে লাল সূর্যের হাসি

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
আকাশের সূর্য লাল হয়ে আসছে , একটু পড়েই নেমে আসবে সন্ধ্যা ” কন কনে ঠান্ডা বাতাসে নেমে আসছে হাড় কাপানো শীত । এই শীতে একটি কম্বল পেয়েই পদ্মা নদীর চরাঞ্চলের আলোর দরজা শিশু বিদ্যানিকেতন স্কুলের শিক্ষার্থীরা আনান্দ ও উল্লাস করতে করতে চরাঞ্চলের মেঠপথ দিয়ে বাড়ীতে ফিরছে তারা ।

শিশু শিক্ষার্থীদের হাতে কম্বল নিয়ে হাসি মুখে বাড়ী ফেরার দৃশ্য দেখে মনে হচ্ছে এইটা পদ্মার চরাঞ্চলে জেন লাল সূর্যের হাসি । সোমবার বিকেলে উপজেলার এক্সজিম বাংকের উদ্যোগে পদ্মা নদীর চরাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানটির শিশু শিক্ষার্থীদের মাঝে একটি করে কম্বল তুলে দেওয়া হয় ।

এসময় উপস্থিত ছিলেন এক্সজিম বাংক এর লালপুর শাখার ম্যানেজার আনোয়ার হোসেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, প্রাকীর্তিক ফাউন্ডেশনের পরিচালক (দপ্তর) সোরয়ার হোসেন, শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ ।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …