নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
লালপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় মাছ এবং জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানিন দ্যুতি। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য অফিসার আবু সামা এবং উপজেলা প্রশাসনের ও মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সোমবার বিকেল তিনটা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত লালপুরের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ৩ হাজার মিটার কারেন্ট জাল ও কিছু ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছগুলো উপজেলার মধু বাড়ি এতিমখানায় প্রদান করা হয় এবং কারেন্ট জাল তৎক্ষণাৎ পুড়িয়ে দেয়া হয়। তবে মৎস্য শিকারীদের কাউকে ধরা যায়নি।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানিন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেইসাথে তিনি জনসচেতনতা বৃদ্ধির জন্য তাগিদ দেন।
আরও দেখুন
নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …