সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে নিখোঁজ শিশু পাপড়ির মরদেহ আজও উদ্ধার হয়নি

লালপুরে নিখোঁজ শিশু পাপড়ির মরদেহ আজও উদ্ধার হয়নি

নিজস্ব প্রতিবেদক, লালপুর:

নাটোরের লালপুরে পদ্মা নদীর পানিতে ডুবে যাওয়া নিখোঁজ শিশু পাপড়ি (১১) এর মরদেহ আজও উদ্ধার হয়নি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষীপুর গ্রামের জুলহাস উদ্দিন পাখির মেয়ে পাপড়ি তাঁর খালা ও খালোতো বোনের সাথে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানির স্রোতে ভেসে গিয়ে ডুবে যায় বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুর থেকে লালপুর ও রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথ ভাবে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে রাতে উদ্ধার তৎপরতা বিরতি রাখা হয়। আজ শুক্রবার সকাল ৭ টা থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছে ডুবুরি দল। কিন্তু এখনো পাপড়ির মরদেহ উদ্ধার করা যায়নি বলে জানা গেছে।

এঘটনায় ওই এলাকায় পদ্মা নদীর তীরে তাঁর পরিবারের সদস্যদের সহ এলাকায় মানুষের কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে এবং শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …