সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে নিখোঁজের চারদিন পর ধান ক্ষেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

লালপুরে নিখোঁজের চারদিন পর ধান ক্ষেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর থেকে নিখোঁজের চারদিন পর ধান ক্ষেত থেকে নুসরাত খাতুন জেমি নামে সাড়ে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৩ অক্টোবর শনিবার সকালে লালপুর থানাধীন ৩ নম্বর চংধুপইল ইউনিয়নস্থ আব্দুলপুর গ্রামের দুবলিবনা বিলের একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নুসরাত খাতুন জেমি একই এলাকার বাবু হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে শিশু নুসরাত খাতুন জেমি তার দাদুকে খুঁজতে কদমতলা বাজারে যায়। দাদু কে খুঁজতে গিয়ে সে আর বাড়ি ফিরে না আসায় তার বাবা অনেক খুঁজাখুজির পরে লালপুর থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করেন। নিখোঁজের চারদিন পর আজ সকালে উপজেলার দুবলিবনা বিলে ধান ক্ষেতে বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পুলিশ আরো জানায়, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে একই এলাকার ইমন হোসেন (১৫) এবং তার পিতা ফাইজুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …