নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম বন্ধ করেছে কর্তৃপক্ষ। রবিবার রাতে এই মিলের আখ মাড়াই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
১৩৭ কার্য দিবসে ২লাখ ১৯ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার ৩ শ৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় বলে জানা যায়। কিন্তু আখের অভাবে মাত্র ৫২ কার্য দিবসে ৮১ হাজার ৮শ ৪০ মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ২শ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছে বলে জানা গেছে। মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম বলেন,আখের অভাবে মাড়াই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।