নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি বার্ষিক নির্বাচনে সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মোমিন নির্বাচিত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৭ পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মিলের ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) ও প্রধান নিবার্চন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে শহিদুল ইসলাম ২৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম কাওসার পেয়েছেন ২১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মোমিন।
এছাড়া সহ-সভাপতি পদে মনজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে নাহিদুজ্জামান, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক পদে মমিনুল ইসলাম মোজাম্মেল হক, প্রচার সম্পাদক পদে ওসমান গণি, আনোয়ার হোসেন, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে হাকিমুর রশিদ, অর্থ সম্পাদক পদে আকরাম হোসেন, সদস্য এলাকা-১ (কারখানা) পদে মাসুদ রানা, এমদাদুল হক, জাকির হোসেন, সদস্য এলাকা-২ পদে আবু নাঈম, সদস্য এলাকা-৩ পদে মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, মীর মুকিত, সদস্য এলাকা-৪ (গ্যারেজ) পদে জাহিদুল ইসলাম, আ. মোতালেব নির্বাচিত হয়েছেন।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …