নীড় পাতা / উত্তরবঙ্গ / লালপুরে নবেসুমিতে যৌথ অভিযান ৭ পাওয়ার ক্রাশার জব্দ

লালপুরে নবেসুমিতে যৌথ অভিযান ৭ পাওয়ার ক্রাশার জব্দ

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল (নবেসুমি) এলাকায় যৌথ অভিযান
চালিয়ে ৭টি আখ মাড়াইকল (পাওয়ার ক্রাশার) জব্দ করেছে প্রশাসন।
সোমবার (৩ মার্চ ২০২৫) উপজেলার সাদিপুর, অমৃতপাড়া, ঢুষপাড়া ও
রামকৃষ্ণপুর গ্রামে সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং মিল
প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করেন নাটোরের সহকারী
কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদের ভ্রাম্যমান
আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত
করে বলেন, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ সনের ৬ এর (১) ধারা
অনুযায়ী ৭টি যন্ত্রচালিত আখ মাড়াইকল জব্দ করা হয়েছে। জনস্বার্থে
এ অভিযান অব্যাহত থাকবে। মিলের মহাব্যবস্থাাপক (কৃষি) আসহাব
উদ্দিন জানান, চলতি মৌসুমে মাড়াই কার্যক্রম নির্বিঘ্ধসঢ়;ন করতে
প্রশাসনের সহাতায় আমরা মিল এলাকায় আখ মাড়াই বন্ধ রাখতে সক্ষম
হয়েছি। এ বছর মিল এলাকায় এ পর্যন্ত ২৭টি অবৈধ মাড়াই কল জব্দ করা
হয়েছে। আশা করি আগামী কর্ম দিবস গুলোতে সুষ্ঠুভাবে মাড়াই
অব্যাহত রাখতে পারবো। এ সময় আরও উপস্থিাত ছিলেন মিলের
মহাব্যবস্থাাপক (কৃষি) আসহাব উদ্দিন, ডিজিএম (সিপি) মো.
নজরুল ইসলাম, নিরাপত্তা কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ
সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনীর সদস্য।

আরও দেখুন

সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গাতেও শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গাতেও শিলাবৃষ্টি হয়েছে। আজ ৬ মার্চ রোববার বিকেল পাঁচটার দিকে …