নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল (নবেসুমি) এলাকায় যৌথ অভিযান
চালিয়ে ৭টি আখ মাড়াইকল (পাওয়ার ক্রাশার) জব্দ করেছে প্রশাসন।
সোমবার (৩ মার্চ ২০২৫) উপজেলার সাদিপুর, অমৃতপাড়া, ঢুষপাড়া ও
রামকৃষ্ণপুর গ্রামে সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং মিল
প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করেন নাটোরের সহকারী
কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদের ভ্রাম্যমান
আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত
করে বলেন, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ সনের ৬ এর (১) ধারা
অনুযায়ী ৭টি যন্ত্রচালিত আখ মাড়াইকল জব্দ করা হয়েছে। জনস্বার্থে
এ অভিযান অব্যাহত থাকবে। মিলের মহাব্যবস্থাাপক (কৃষি) আসহাব
উদ্দিন জানান, চলতি মৌসুমে মাড়াই কার্যক্রম নির্বিঘ্ধসঢ়;ন করতে
প্রশাসনের সহাতায় আমরা মিল এলাকায় আখ মাড়াই বন্ধ রাখতে সক্ষম
হয়েছি। এ বছর মিল এলাকায় এ পর্যন্ত ২৭টি অবৈধ মাড়াই কল জব্দ করা
হয়েছে। আশা করি আগামী কর্ম দিবস গুলোতে সুষ্ঠুভাবে মাড়াই
অব্যাহত রাখতে পারবো। এ সময় আরও উপস্থিাত ছিলেন মিলের
মহাব্যবস্থাাপক (কৃষি) আসহাব উদ্দিন, ডিজিএম (সিপি) মো.
নজরুল ইসলাম, নিরাপত্তা কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ
সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনীর সদস্য।
