নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে নয়ন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪মার্চ২০২৫) সকালে উপজেলার রুইগাড়ী গ্রামে এঘটনা ঘটে। আটককৃত যুবক ওই একই এলাকার রনজিতের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায় সকালে নয়নের শিশু সন্তানের সাথে পাশের বাড়ির আরো
তিন কন্যা শিশু খেলাধুলা করছিল। এসময় প্রথমে এক শিশুকে জোর করে তার নিজ ঘরে নিয়ে যাওয়ার চেষ্টাকালে শিশুটি তাকে কামড় দিলে শিশুটিকে ছেড়ে দেয়। পরে আরো এক শিশুকে মুখ চেপে ধরে জোর পূর্বক ঘরে নিয়ে যায়। এসময় ওই শিশুর চিৎকারে আশেপাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত নয়ন জানালা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, ভু্ক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেছে। এঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।