নিজস্ব প্রতিবেদক:নাটোরের লালপুরে একটি ধর্ষণ মামলায় আতাউর রহমান নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম। আজ ১৮ জুলাই মঙ্গলবার বেলা এগারোটার দিকে আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন তিনি।
মামলার সূত্রে জানা যায় ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে নাটোরের লালপুর উপজেলার নওদাপাড়া গ্রামের ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে তার বাড়ির পাশের আখ ক্ষেতে যায়। সেখানে রামকৃষ্ণপুর গ্রামের জনৈক উমর দালালের ছেলে আতাউর রহমান তাকে জাপ্টিয়ে ধরে হাসুয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে চার অক্টোবর লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। প্রায় ২৩ বছর পর আদালত আজ এই মামলার রায় ঘোষণা করেন। আদালত জরিমানার ৩০ হাজার টাকা আদায় পূর্বক ভিকটিমকে প্রদানের নির্দেশও দেন।