সোমবার , অক্টোবর ৭ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে দোকানে চুরির দায়ে দুই ভাইকে গণপিটুনি

লালপুরে দোকানে চুরির দায়ে দুই ভাইকে গণপিটুনি


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে মুদি দোকানে চুরির দায়ে রমজান আলী (১৮) ও রুহুল আমিন (১৫) নামের দুই ভাইকে কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে লালপুর থানা পুলিশ। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে। সোমবার রাতে উপজেলার মোহরকয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দুই ভাই উপজেলার বিসম্ভরপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে ওই স্থানের রাকিবের মুদি দোকানের টিন কেটে দোকান চুরির সময় স্থানীয় লোকজন টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী জড়ো হয়ে দোকান ঘিরে তাদের ধরে ফেলে। পরে তাদের ওই দোকানের ভিতর থেকে ধরে বাইরে নিয়ে এসে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লালপুর থানা পুলিশ তাদেক দুইজনকে অহত অবস্থায় উদ্ধার করের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে লালপুর থানার থানার ওসি সেলিম রেজা বলেন , এ বিষয়ে থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে ।

আরও দেখুন

হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে:দুলু

 নিজস্ব প্রতিবেদক: হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সকলে এই দেশের নাগরিক। …