নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৩০মিনিটের দিকে উপজেলা পরিষদ এর সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত)ও সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, লালপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দূর রাজ্জাক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একে এম সাহাবুউদ্দিন, উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মাহফুজুর রহমান, লালপুর সদর বাজারের বনিক সমিতির সভাপতি আ,স,ম মাহামুদুল হক মুকুল, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, পল্লী বিদ্যুৎ সমিতি-২এর লালপুর জোনাইল অফিসের এ,জি,এম আবু সালেক, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মোতালেব রায়হান, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, দুড়দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হান্নান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ৩ টি ইউনিয়নের চরাঞ্চলের ফসলি জমি সহ বাড়ী-ঘর পানি প্লাবিত হয়ে প্রায় ১ হাজার পরিবার পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারের সদস্যদের সাহায্য সহ সহযোগিতার বিষয়ে বক্তব্য রাখেন তারা।
আরও দেখুন
সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন
নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …