সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে দিনব্যাপী মেধাবী শিক্ষার্থীদের মিলন মেলা

লালপুরে দিনব্যাপী মেধাবী শিক্ষার্থীদের মিলন মেলা


নিজস্ব প্রতিবেদক: 
সোমবার দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল কলেজের অধ্যয়রত শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন বিষয়ের উপর এওয়ার্ড প্রদান সহ সন্ধ্যায় সাংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই দিন উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর(পুসান) এর সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
অনান্যর মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য ড. সুলাতান উল ইসলাম,স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান,নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাছুদুর রহমান,লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী,গোপালপুর ডিগ্রি পাস অনার্স কলেজের অধ্যক্ষ বাবুল আকতার,নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুলের প্রধান শিক্ষক গাওছল আজম,কল্লোল ফাউন্ডেশনের সভাপতি এ্যাডঃ কোহেলী কুদ্দুস মুক্তি,যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আরিফুল ইসলাম উজ্জ্বল,জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …