রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে দলীয় ও সন্ত্রত ৪ মেয়র প্রার্থীর হলফনামা

লালপুরে দলীয় ও সন্ত্রত ৪ মেয়র প্রার্থীর হলফনামা

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় সহ সন্ত্রত মেয়র পদে ৪ জন প্রার্থীর হলফনামা জমা দিয়েছেন নির্বাচন অফিসে। জানা যায়, আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলি হলফনামায় উল্লেখ করেছে, তিনি এসএসসি পাস । তার বাৎসরিক আয় ৩ লাখ ৬০ হাজার টাকা । কৃষি, অকৃষি জমি, বাড়ী ও গাড়ী নেই। তার ব্যবসা থেকে বাৎসরিক আয় ৩ লাখ ৬০ হাজার টাকা। তার নিজ নামে অর্থ রয়েছে ২লাখ টাকা, ব্যাংকে ৫০ হাজার টাকা, স্বর্ন ১০ ভরি রয়েছে। তার নামে কোন মামলা ও ঋণ নেই। তার স্বামীর নামে ১লাখ টাকা, কৃষি জমি ১২ বিঘা, ২.৫ বিঘার উপর ২তলা বিশিষ্ট বাড়ী রয়েছে। তিনি আওয়ামীলীগের দলীয় মনোনয় পেয়ে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন।

অপর দিকে বিএনপি থেকে মনোনীত মেয়র প্রার্থী শেখ আব্দুল্লাহ আল মামুন কচি হলফনামায় উল্লেখ করেছেন, তিনি এইচ এসসি পাস, তার বাৎসরিক আয় ২লাখ ২৫ হাজার টাকা। কৃষি জমি থেকে বাৎসরিক আয় ১লাখ টাকা, ব্যবসা থেকে ১ লাখ ২৫ হাজার টাকা। তার নিজ নামে নগদ অর্থ রয়েছে ১ লাখ টাকা, কৃষি জমি ৬ বিঘা স্বর্ণ ৭ ভরি রয়েছে। তার নিজ নামে বাড়ী এবং অকৃষি জমি নাই। তার বিরুদ্ধে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি ফৌজদারি মামলা চলমান রয়েছে। তার স্ত্রীর নামে কৃষি ২ বিঘা জমি ছাড়া কোন সম্পদ নাই।

এছাড়া সন্ত্রত মেয়র পদপ্রার্থী মুঞ্জুরুল ইসলাম বিমল তার হলফনামায় উল্লেখ করেছেন, তিনি এম,এ পাস। তার বাৎসরিক আয় প্রায় ১০ লাখ টাকা, নগদ অর্থসহ বিভিন্ন খাতে সম্পদ ১ কোটি টাকার উপরে রয়েছে। কৃষি জমি থেকে তার বাৎসরিক আয় ১ লাখ ৬৮ হাজার টাকা, বাড়ী ও দোকান ভাড়া থেকে ১ লাখ ১৯ হাজার টাকা , ব্যবসা থেকে ৪ লাখ ৬০ হাজার টাকা, তার নিজ নামে নগদ অর্থ ৭ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০ লাখ টাকা, ১ টি প্রাইভেট কার ও ১টি ট্রাংলরি, কৃষি জমি ৫.৮৯ একর, অকৃষি জমি ১১.২৫ শতক, দুইটি আধাপাকা দোকান ঘর, ৩তলা বিশিষ্ট ১ টি বিল্ডিং বাড়ী ও ১০ ভরি স্বর্ণ তার নিজ নামে রয়েছে। তার বিরুদ্ধে কোন মামলা নাই। তার প্রাইম ব্যাংক কুলাউড়া শাখায় ২ কোটি ৬৫ লাখ টাকা ব্যাংক ঋণ আছে। তার স্ত্রীর নামে নগদ অর্থ রয়েছে ১০ লাখ টাকা, ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত ২৫ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণ, কৃষি জমি ৮১ একর, অকৃষি জমি ৭৪ শতক, ১৪শ বর্গফুটের একটি এর্পামেন্ট রয়েছে তার স্ত্রীর নামে।

সতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল হান্নান তার হলফনামায় উল্লেখ করেছেন, সে ৮ম শ্রেনী পাস । তার বাৎসরিক আয় ২লাখ ২৫ হাজার টাকা। নিজ নামে নগদ অর্থ রয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা, ব্যাংকে জমা আছে ১ হাজার টাকা, কৃষি জমি ১ একর ১৯ শতক, ১৪ শতক অকৃষি জমি রয়েছে। তার বিরুদ্ধে কোন মামলা ও ঋণ নাই। তার স্ত্রীর নামে ৫ ভরি স্বর্ণ রয়েছে, যা উপহার হিসেবে পেয়েছে।

লালপুর উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, এবারের নির্বাচন উৎসব মুখুর পরিবেশে সুষ্ঠ ও নিরেপেক্ষ হবে। প্রার্থীরা র্নিবিগ্নে তাদের নির্বাচনী প্রচার চালাচ্ছে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …