নিজস্ব প্রতিবেদক, লালপুর:
মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে কভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। এর অংশ হিসেবে রবিবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে নাটোরের লালপুর থানা পুলিশের উদ্যোগে শোভাযাত্রা, সচেতনতা মূলক প্রচারণা ও লালপুর বাজারে জনসাধারণের মাঝে তিন শতাধিক মাস্ক বিতরণ করা হয়।
লালপুর থানার ওসি সেলিম রেজার সভাপতিত্বে এই বিতরণ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এস এম হাসান সিদ্দিকী, লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক, এসআই হুমায়ুন কবির, আব্দুল আলিম, জামাল হোসেন, আজিজুল হক, সোহেল রানা, হেমাদ্রী হালদার, মেসবাউল হক, হাসান তৌফিকুল ইসলাম, এএসআই রানা মিয়া, আকবর আলী, মাসুদ রানা, শাহ আলম, সেরাফত আলী, আব্দুর রাজ্জাক প্রমুখ ।
লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধনীতে তিন শতাধিক মানুষকে মাস্ক প্রদান করা হয়েছে। পর্যাক্রয়ে সারা উপজেলায় ১০ হাজার মাস্ক বিতরণ করা হবে ।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …