নিজস্ব প্রতিবেদক,লালপুর :করোনা ভাইরাস প্রতিরোধে ও সংক্রমণ পরিস্থিতিতে নাটোরের লালপুরে সরকারী ত্রাণ ও খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছে ঘরে থাকা কর্মহীন ও দরিদ্র মানুষ । স্বাস্থ্য বিধি মেনে ও দুরত্ব বজায় রেখে কর্মহীন ও দরিদ্র মানুষ গুলি নিজ নিজ বাড়ীতেই থাকছে তারা । বাড়ীর বাইরে তাদের দেখা যাচ্ছেনা । তাদের বাড়ী দেখে মনে হচ্ছে বাড়ীতে কোন মানুষ নেই । অথচ সরকারী ও বেসরকারী ভাবে বলা হচ্ছে , আপনারা কেউ বাড়ীর বাইরে জাবেননা, স্বাস্থ্য বিধি মেনে চলুন, সামাজিক দুরন্ত বজায় রাখুন । কর্মহীন ও দরিদ্র মানুষ গুলোর ঘরে খাবার সামগ্রী পৌঁছিয়ে দেবো । এসব কথা প্রচার করা হলেও বাস্তবে তা ভিন্ন, মহা সড়কের ও রেলপথে সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দুরন্ত বজায় রাখার নিয়ম ও স্বাস্থ্য বিধি না মেনে দলবদ্ধ ভাবে কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণের খাদ্য সামগ্রী বিতরণ করা চোখে পড়চ্ছে । অথচ স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরন্ত বজায় রেখে যে সকল কর্মহীন ও দরিদ্র মানুষ গুলি বাড়ীতে থাকচ্ছে তাদের কোন প্রকার খোঁজ খবর কেউ নিচ্ছেননা । এসব খেটে খাওয়া মানুষ ও দরিদ্র মানুষ গুলি পড়েছে খাদ্য সংকটে, তাদের চোখে ও মুখে দেখা দিয়েছে হতাশা । সরজমিনে দেখা যায়, লালপুর উপজেলার তিলোকপুর ( দক্ষিণ পাড়া ) গ্রামের মৃত ঈদ্রিস মালিথার পুত্র রবিউল ইসলাম, মৃত মোহাম্মদ মন্ডল এর দরিদ্র কণ্যা মুসলিমা বেগম ( প্রতিবন্ধী), দাইড়পাড়া ( মধ্যপাড়া )গ্রামের মৃত গনির পুত্র আ: কাদের , বাউড়া ( পূর্বপাড়া ) গ্রামের মৃত আঃ মান্নান এর পুত্র ইসমাইল হোসেন, মৃত দেরাজ সরদার এর সহধর্মিণী মরিজান বেগম , ভূঁইয়া পাড়া গ্রামের ফতেজান,মনির, সহিদুল ইসলাম, ইমরান, ইয়াছিন,কাচু । এরা সবাই কর্মহীন ও দরিদ্র মানুষ । এদের বাড়ীতে কোন প্রকার সরকারী ত্রাণের খাদ্য সামগ্রী দেওয়া হয়নি । মতামত, দাইপাড়া গ্রামের আ: কাদের বলেন, আমি একজন গরীব মানুষ । আমাকে কেউ রিলিফের চাউল ,গম দেয়নি । বাউড়া গ্রামের মরিজান বলেন, বাবা আমাদের কেউ কোন খোঁজ খবর কেউ নেইনি । মেয়ে ও নাতীদের নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি বাবা । আমার মেয়ে ও নাতীরা ধানের খোলাই কাজ করতো , এখন কাজ বন্ধ হয়ে আছে বাবা । অনেক মানুষ বিভিন্ন জায়গায় লাইন ধরে চাইল,ডাইল,তেল, সাবান নিয়ে আসছে , আমরা যদি না খাওয়ার জন্য মরে যায় ,তাও বাড়ীর বাইরে গিয়ে লাইনে দাঁড়িয়ে চাইল আনতে পারবোনা । এবিষয়ে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় বলেন, আমরা মেম্বারের মাধ্যমে তালিকা করে ত্রাণের খাদ্য সামগ্রী বিতরণ করছি । তিনি আরো বলেন অনেকর এই তালিকায় নাম নেই । আমরা ২য় দফায় আবার তালিকা করে সরকারী ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করবো ।
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে ত্রাণ ও খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে ঘরে থাকা কর্মহীন ও দরিদ্র মানুষ
আরও দেখুন
বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে হলে
ঐক্যের বিকল্প নেই দুলু নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল …