নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলার লালপুর উপজেলায় লালপুর বাজার ও গোপালপুর বাজার এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে ১৯০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাটোর জেলা কার্যালয়ে ২১ ডিসেম্বর এগারোটার দিকে সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে লালপুর উপজেলার লালপুর ও গোপালপুর বাজার এলাকায় তদারকি করা হয়। এ সময়ে ভোক্তা অধিকার বিরোধী কাজ করার অভিযোগে ৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করার অপরাধে নীরালা বেকারীকে পাঁচ হাজার টাকা ও ৫১ ধারা মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে তাকী ফামেসীকে ছয় হাজার টাকা ও ৪৩ ধারা অবৈধ প্রক্রিয়ায় খাদ্য তৈরী করার অপরাধে জিহাদ দই ঘর এন্ড মিষ্টান্ন ভান্ডারকে আট হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন লালপুর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …