শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে ঢাকাগামী বাস থেকে ১৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার 

লালপুরে ঢাকাগামী বাস থেকে ১৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ১৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। 

মঙ্গলবার (৩০এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এতথ্য জানানো হয়।

পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯এপ্রিল) রাতে রাজশাহী জেলার বাঘা থেকে ছেড়ে আসা ঢাকাগামী

আর.পি পরিবহন (ঢাকা-ব- ১১-০০৬২)  বাসে উপজেলার লালপুর বাজার থেকে গোপনে সাদা রঙের প্লাস্টিকে মোড়ানো কার্টুনের ভিতরে ফেন্সিডিল  বুকিং দিয়ে নারায়নগঞ্জ জেলার মহব্বত আলী মোল্লার নিকট প্রেরণ করিতেছে। এমন সংবাদের ভিত্তিতে লালপুর থানা এলাকার শিমুলতলা চেকপোস্টে রাত সাড়ে ১০টায় সময় ওই বাসটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসের ছাদের উপরে প্লাস্টিকে মোড়ানো কার্টুনে থাকা ১৫৫ বোতল আমাদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান কালে ফেন্সিডিল বুকিং দেয়া রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের লালন মন্ডলের ছেলে মিঠুন (৩৮) কৌশলে পালাইয়া যায়।  

এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি)  নাছিম আহমেদ বলেন এ ঘটনায় লালপুর থানায় একটি মামলা হয়েছে। 

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …