নিজস্ব প্রতিবেদক, লালপুর:
উদ্বোধনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে ডিজিটাল মেলার উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর,উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী,অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন,মেলাই কোন প্রকারের আপত্তিকর ঘটনা যেন না ঘটে সে দিকে নজর রাখতে হবে। এছাড়া মেলায় সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকলকে আহ্বান জানানো হয়। উপজেলা পরিষদের মাঠে ৯ নভেম্বর এক দিনব্যাপী ডিজিটাল মেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলায় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …