বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে ডিজিটাল মেলার উদ্বোধন

লালপুরে ডিজিটাল মেলার উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:
উৎসব মুখর পরিবেশে নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদের মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী এই মেলার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর,উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্তজা লিলি প্রমুখ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও  সোনালী ব্যাংক সহ সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেলায় ৩৭ টি ষ্টোল দেওয়া হয়েছে । এসব প্রতিষ্ঠান গুলো ডিজিটালের মাধ্যমে মানুষকে কি কি সেবা দিচ্ছেন এসব প্রদর্শনী তুলে ধরেন। মেলায় শিক্ষার্থীরা সহ উৎসুক বিভিন্ন শ্রেণীর মানুষ প্রতিটি ষ্টোলে ভিড় জমাচ্ছেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …