বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

লালপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক, লালপুর: 

নাটোরের লালপুরে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর রেলওয়ে গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কেশবপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মুনতাজ মাষ্টার (৬২), নারায়নপুর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন(৬০) ও একই গ্রামের মুনজুর রহমানের স্ত্রী সাথী আক্তার (৩৫)।

স্থানীয়রা জানান, দুপুর পৌনে ১টার দিকে উপজেলার গোপালপুর রেলগেট থেকে রেললাইন ধরে বাড়ি যাচ্ছিল। এসময় উভয় দিক থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও ঈশ্বরদী গামী মালগাড়ি ট্রেন যাচ্চিল। লাইনে সিগনাল বাতি না থাকায় ও পেছনে ট্রেন খেয়াল না করায় পেছন থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …