নীড় পাতা / উত্তরবঙ্গ / লালপুরে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত তিন

লালপুরে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত তিন

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্বপন(১৯), বিধান(১৮) এবং শ্রাবণ (১৮) নামের তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ ২১ জানুয়ারি মঙ্গলবার দুপুর বারোটার দিকে কদিমচিলান ইউনিয়নের সেকচিলান গ্রামে আমিরুলের আমবাগানের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণ মজুমদার উপজেলার ধলা গ্রামের জনৈক শিবেনের ছেলে, স্বপন একই এলাকার জনৈক রতনের ছেলে এবং বিধান সরকার সিংড়া উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে। ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আজ আজ ২১ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২ টার দিকে লালপুর উপজেলার ধলা হিন্দু পাড়া থেকে তিন বন্ধু স্বপন শ্রাবণ এবং বিধান মোটরসাইকেল যোগে ধলা যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত থেকে ফাকা ট্রাক যাহার নাম্বার- ড-১১-০১৬০ মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যায়। গুরুতর আহত অবস্থায় স্বপনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। ট্রাক চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আরও দেখুন

যিনি ঈদ সামগ্রী বিতরণ করলেন,,,,,,,,,,,,,

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ …