সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে জেলহত্যা দিবস পালন

লালপুরে জেলহত্যা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা সহ দোয়া মাহফিলের মধ্য্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে বুধবার সকালে লালপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখানে এক আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় অংশ গ্রহণ করে নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ছেলে শামীম আহমেদ সাগর,উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসকেন্দার মির্জা, যুগ্ম সম্পাদক আ,স,ম মাহামুদুল হক মুকুল, গোলাম কাওসার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু,গোপালপুর পৌরসভা আওয়ামী লীগের একাংশের সভাপতি সাইদুর রহমান, সাধারণ রোকোনুল ইসলাম লুলু,আওয়ামী লীগের নেতা ফিরোজ আল হক ভূঁইয়া, লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশে সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ ।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …