নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, মানবতার প্রতি সমর্থন, সমাজের উন্নয়ন শ্লোগান সামনে রেখে লালপুরে স্বেচ্ছাসেবী সংস্থা ” জিএসডিও”র শিক্ষাবৃত্তি ও বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারি) লালপুরের দুড়দুড়ীয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেনাস স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( জিএসডিও) কতৃক পরিচালিত জেনাস তালিমুল কোরআন মাদরাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার ও জেনাস মেধাবিকাশ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সংস্থার চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা: মো: হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী নাইম মোহাম্মদ হাসান , বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল খা, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিমানুর রহমান, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দীন , কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। একাদশ শ্রেণীতে অধ্যয়নরত ১৪ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষবৃত্তি প্রদান করা হয় । স্বেচ্ছাসেবী সংস্থা জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন ( জিএসডিও ) সামাজিক উন্নয়নে নানা কর্মসূচি নিয়ে কাজ করছে ।ফলে উপজেলার বিলমাড়ীয়া ও দুড়দুড়ীয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর , পানসীপাড়া,নওপাড়া, মহারাজপুর, চকবাদকয়া, মোহরকয়া এলাকায় সচেতনতা বৃদ্ধি পাচ্ছে । স্বেচ্ছায়রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় , ফ্রি চিকিৎসা সেবা , , দুর্যোগ কালীন সময়ে সহায়তা , অসচ্ছল পরিবার ও এতিম প্রতিবন্ধী শিশুদের সহায়তা , বয়স্ক ব্যক্তিদের কোরআন শিক্ষা , অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষবৃত্তি ও শিক্ষা সহায়তা প্রদান , দুস্থ ও অসহায় কর্মহীন মানুষের জন্য কর্মস্থল তৈরিতে সহযোগিতাসহ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
