রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে জুয়া খেলার অভিযোগে আটক ৩

লালপুরে জুয়া খেলার অভিযোগে আটক ৩

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে জুয়া খেলার অভিযোগে ৩ জনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাত ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বালতিতা ইসলামপুর গ্রামের সেলিম ইসলামের ছেলে রানা ইসলাম (২১) আজগর আলীর ছেলে নাজমুল ইসলাম (২০), আসাদুল আলীর ছেলে শাকিল আহমেদ(১৯)।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ অপারেশন দল মঙ্গলবার রাতে ক্যাম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে উপজেলার বালতিতা ইসলামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি এবং নগদ দুই হাজার চারশত আশি টাকাসহ রানা ইসলাম, নাজমুল ইসলাম, শাকিল আহমেদকে আটক করে। এ সময় অজ্ঞাতনামা ৪/৫ জন কৌশলে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থলে পলাতক অজ্ঞাতনামা আসামীদের যোগসাজসে প্রকাশ্যে জুয়া খেলছিল বলে অকপটে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …