শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরে জীবিত বৃদ্ধাকে মৃত্যু সনদ ইউপি চেয়ারম্যানের ভুল শিকার করে ক্ষমা প্রার্থনা

লালপুরে জীবিত বৃদ্ধাকে মৃত্যু সনদ ইউপি চেয়ারম্যানের ভুল শিকার করে ক্ষমা প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে ছখিনা বেগম নামের এক বৃদ্ধা নারীরে মৃত্যু সনদ প্রদান করে বয়স্ক ভাতা বন্ধের অভিযোগ উঠে ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুরে ক্ষমা প্রার্থনা করছি। আয়োজিত সভায় বৃদ্ধা নারী ছখিনার বিষয়টি সংশোধন করে বয়স্ক ভাতা পুনরায় দ্রুত চালু করার সিন্ধান্ত নেওয়া হয়।

এবিষয়ে সচেতন মহল বলেন,জীবিত ছখিনা বেগম নামে এক বৃদ্ধাকে মৃত্যু সনদ প্রদান করে বয়স্ক ভাতা বন্ধ করে দিয়েছে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু আইন শৃঙ্খলা সভায় ভুল শিকার ক্ষমা প্রার্থনা করেছেন। বিষয়টি শুনে মর্মাহত হয়েছি।

এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী বলেন, বিষয়টি সংশোধন করে বয়স্ক ভাতা পুনরায় দ্রুত চালু করার সিন্ধান্ত নেওয়া হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা উপস্থিত সংবাদকর্মীদের বলেন, ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু কেন তার দায়িত্বে অবহেলা করে একজন জীবিত বয়স্ক বৃদ্ধাকে মৃত্যু সনদ প্রদান করেছেন তা খতিয়ে দেখে চেয়ারম্যান বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …