শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

লালপুরে জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক,লালপুর: নাটোরের লালপুরে এস,এস,সি পাশ করেও জিপিএ ৫ না পাওয়ায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে মোমো (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার জৈতদৌবকী গ্রামে এঘটনা ঘটে বলে জানা গেছে। ওই শিক্ষার্থী একই এলাকার মহসিন আলীর মেয়ে। সে এবছর লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। জানা যায়, এসএসসি পরিক্ষার প্রকাশিত ফলাফলে এবার জিপিএ-৫ পাওয়ার আশা করেছিল শিক্ষার্থী মোমো। কিন্তু ফলাফলে জিপিএ-৩.৫৬ পয়েন্ট আসে। এরপর থেকে সে কান্নাকাটি করতে থাকে। পরে পরিবারের সদস্যদের অজান্তেই নিজেদের ঘরে তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ওই শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জান্তে পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় স্থানীয় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লালপুর থানার ওসি উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ###

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *