নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি-জামাত জোটের নৈরাজ্য ঠেকানোর লক্ষ্যে কর্মীসভা করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। রোববার দুপুরে উপজেলার ৮নং দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের বাসভবনে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম মাহমুদুল হক মুকুল, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা রোকনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান পলাশ সহ ইউনিয়নে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি বকুল বলেন, কোনো অবস্থাতেই বিএনপি জামাতকে লালপুর,বাগাতিপাড়ার মাটিতে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। বিএনপি জামাত ভোটের মাঠে হেরে যাবে বলেই বিভিন্ন ফন্দি ফিকির করে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমরা কোনো অবস্থাতেই তাদের নৈরাজ্যের সুযোগ দিবোনা।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …