বুধবার , জানুয়ারি ৮ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / লালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা- থানায় অভিযোগ    

লালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা- থানায় অভিযোগ    

নিজস্ব প্রতিবেদক,,,,,,,  লালপুর: নাটোরের লালপুরে অবৈধ দখলদার কর্তৃক জমির মূল মালিকদের উপর বর্বোরোচিত হামলা ও মামলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১৯শে অক্টোবর) দুপুরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আহম্মদপুর মালিপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হচ্ছেন, আহম্মদপুর মালিপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহাব গেদার প্রবাসী ছেলে মো: রায়হান এবং শাহীন। ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, আহম্মদপুর মালিপাড়া গ্রামের মৃত ওয়াহাব গেদার ২ ছেলে এবং ৪ মেয়ে। গত ১৬ বছর যাবৎ মো: রায়হান প্রবাস যাপন করছেন। এর কারনেই তাদের জমিজমা নিয়ে নানা ঝামেলা চলছে। সেই সুবাদে এলাকার কিছু প্রভাব শালীরা তাদের জমি গুলো দখলে নিয়ে চাষাবাদ করছে। এসব নিয়ে প্রায়ই ঝামেলা লেগেই থাকে। আর দখল কারীরা এতটাই ক্ষমতাশালী যে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলেই তাদের মারধোরসহ নানা হয়রানির শিকার হতে হয়। গতকাল সেই জমি জমার সমস্যা সমাধানের জন্যই স্থানীয় প্রতিনিধি, দুয়ারিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনসার মেম্বারসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা আলোচনারত অবস্থায় অবৈধ দখলদার আজিজুল বাহীনীর ক্যাডাররা এসে সেখানে অতর্কিত হামলা চালায়। সে সময় সেখানে উপস্থিতদের মধ্যে ইউপি সদস্যসহ গণমাধ্যমকর্মী স্বপন গুরুতর আহত হয়। এ সময় এলাকাবাসীর তোপের মুখে আক্রমণ কারীরা পালীয়ে যায়।স্থানীয় দখল দারের দোসর আ’লীগ নেতা মফিজ। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন গণমাধ্যমকে জানান, স্থানীয় আ’লীগ নেতা মফিজের নের্তৃত্বে, স্থানীয় দখলবাজ, ভূমি দস্যু আজিজুল বাহীনির অন্যায়ের প্রতিবাদ করায় কিছুদিন আগে সাবেক আনসার সদস্যের পরিবারের সদস্যদের পিটিয়ে গুরুতর জখম করেছে তারা। সেই মামলায় টাকার জোরে অনেকেই বাইরে থাকলেও এখনও একজন কারা গারে রয়েছেন বলেও তিনি জানান। জানতে চাইলে ভুক্তভোগী শাহীনের জামাই বিদ্যুৎ হোসেন মুঠোফোনে জানান, গতকাল দুপুরে আমার দাদা শ্বশুরের জমি জমা সংশ্লিষ্ট সমস্যা সমাধানের জন্য একটি আলোচনায় বসার কথা ছিলো। কিন্তু শান্তিপূর্ণ এই আলোচনাকে নষ্ট করে দিয়েছে স্থানীয় দখলদাররা। তারা আসলে একটি পক্ষের হয়ে কাজ করে এই সমস্য গুলোকে জিইয়ে রেখে ফাইদা লুটে মজা পেয়ে গেছে । এজন্য এই সমস্যার সমাধান হোক, এলাকায় শান্তি বিরাজ করুক তারা সেটা চাইনা। সন্ত্রসীদের আক্রমনে রক্তাক্ত রায়হানের জামাতা আলামিন। ভুক্তভোগী প্রবাসী রায়হান মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, আমার বাবার জমির জন্য আমার সন্তানেরা তাদের রক্ত ঝড়াচ্ছে বিষয়টি অত্যন্ত দুঃখ জনক। আমি আমার বাপের জমি নিয়ে ভূমি দস্যুদের রক্তের হোলি খেলতে দেব না। আমি এর সঠিক বিচার চাই। আমার জমি দস্যুদের থেকে মুক্ত করে নিজের করে পেতে চাই। জানতে চাইলে ইউপি সদস্য আনসার মেম্বারের ছেলে আশিক বলেন, মৃত ওয়াহাব গেদার সন্তানদের জমিজমার বিরোধ মেটানোর জন্য গতকাল তাদের বাড়ীতে একটি আলোচনা সভা ছিলো। সাংবাদিক স্বপন আমার বাবাকে ডেকে নিয়ে যায়। পরে সেখানে গন্ডগোল হয়েছে শুনেছি।  এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান ,অভিযোগ   দায়েরের বিষয়টি তিনি এখনো নিশ্চিত নন, যদি থানায় দায়ের হয়ে থাকে তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।  

আরও দেখুন

সিংড়ায় সাবেক মেয়রের শামীম আল রাজি’র মৃত্যুবার্ষিকী পালিত 

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক শামীম …