নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোর লালপুরের দুড়দুড়ীয়ায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে হামলায় মহিলা সহ ৮ জন আহত হয়েছে। সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় হাসপাতাল সুত্রে জানা যায়, লালপুরের দুড়দুড়ীয়া মাষ্টার পাড়া গ্রামের মৃত আমানত শাহের পুত্র জামাল শাহ” র সাথে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে একই গ্রামের মৃত জাহার শাহের পুত্র ইব্রাহীম কাজীর নেতৃত্বে সোমবার ২ নভেম্বর সকালে জামাল শাহের বাড়ীতে হামলা করে। এ সময় জামালের স্ত্রী চায়না বেগমে (৫০) ছেলে মামুন (২৭) মেয়ে সুমাইয়া (১৪), কাশেম ( ৪৮), জামাল (৫৭) সহ উভয় পক্ষের ৮ জন আহত হয়। আহত চায়না বেগম ও মামুনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে।
এ বিষয়ে কাজী ইব্রাহীম বলেন, জমি কেনা হয়েছে, জমি দখল না দেয়ায় এমন ঘটনা ঘটেছে, আমার ৩ জন লোক আহত হয়েছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার তদন্ত অফিসার ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয়েরই অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …