রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে ৮ জন আহত, ৫ জনকে রাজশাহী মেডিকেল প্রেরণ

লালপুরে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে ৮ জন আহত, ৫ জনকে রাজশাহী মেডিকেল প্রেরণ

নিজস্ব প্রতিবেদক: 

নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তঃত ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে আশংখাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার রাত ৯ টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়ন সালামপর শেরপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জালাল উদ্দিন ও স্থানীয়রা জানান, জমি জমা ভাগাভাগিকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরেই আমিরুল ইসলাম ও কাশেম সরকারের মধ্যে বিরোধ চলে আসছিল। এনিয়ে তাদের মধ্যে একাধিকবার হাতাহাতির ঘটনাও ঘটেছে। আজ রাতে আমিরুল ইসলাম ,জাহাঙ্গীর,জিয়া,জিল্লুর সহ আরো কয়েকজন বিরোধপূর্ন জমিতে দখল নিতে যায়। এ সময় প্রতিপক্ষ কাশেম সরকার ও তার ছেলেরা এবং ভাইয়েরা তাদের বাধা দেয়।
এ সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।  কথা কাটাকাটি এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তঃত ৮ জন রক্তাক্ত জখম হয়।
পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আমিরুল ইসলাম,জাহাঙ্গীর ,জিয়া সহ ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেহ হাসপাতালে প্রেরণ করেন। তবে এঘটনায় এখনো কোন পক্ষের কেউ থানায় কোন অভিযোগ দেয়নি। 

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …