নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে জোর পূর্বক ভূমি দখলের চেষ্টা ও হত্যার উদ্দেশ্যে শারীরিক নির্যাতন সহ প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
সোমবার সকালে উপজেলার বিলমাড়ীয়া গ্রামে ভুক্তভোগীর বাসভবনে এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। এসময় লিখিতি বক্তব্যে ভুক্তভোগী তাইফুল ইসলাম বলেন, আমাদের জমি থেকে জোর পূর্বক মাটি ও ভরাট কাটতে বাঁধা দিলে ভূমিদুস্য সেন্টু ও তার লোকজন আমাদের মারধর করেন।
এঘটনায় আমরা লালপুর থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ গ্রহণ করেনি। পরে নাটোর আদালতে মামলা দায়ের করি।আসামিরা জামিনে এসে মামলা তুলার জন্য প্রাণনাশের হুমকি দেয় ও মোটরসাইকেলের ভাংচুর সহ আমাদের মারপিট করেন। পরে এঘটনায় সেন্টু মোল্লা সহ ১৪ জনের বিরুদ্ধে থানায় আরো একটি অভিযোগ দায়ের করা হয়। আমি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট সুষ্ঠ ও ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।
এবিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন, একজন আসামিকে আটক করা হয়েছে। বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। এছাড়া অন্যান্য আসামীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …