নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুর সদর বাজারের একটি দোকান ঘর জবর দখল করে নিয়ে তালা দিয়েছে দুবৃর্ত্তরা। আব্দুর রাজ্জাক নামের এক দোকান মালিক স্থানীয় থানায় এই অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার উৎখাত হলে ৬ আগষ্ট রাত ১১ টার দিকে লালপুর বাজারের আব্দুর রাজ্জাকের একটি দোকান ঘর জবর দখল করে তালা ভাঙ্গে এবং সাইন বোর্ড ছিঁড়ে ফেলে যায় দুবৃর্ত্তরা। অভিযোগ সূত্রে আরো জানা যায়,জিয়া(৩৬) ও সোহেল (৩২) সহ ১৫ জন লোহার রড ,বাশেঁর লাঠি সহ চাইনিজ কুড়াল হাতে নিয়ে এসে দোকান ঘর দখল করে তালা লাগিয়ে দেয়। সরজমিনে গিয়ে দেখা গেছে দোকান ঘরে তালা লাগানো আছে।মতামত, অভিযুক্ত জিয়া বলেন, দোকান ঘরটি আমি লিজ নিয়েছি। লিজের কাগজপত্র আছে। এদিকে অভিযোগকারী আব্দুর রাজ্জাক বলেন, দোকান ঘরটি আমার লিজ নেওয়া। জিয়া ১৫ জন লোক নিয়ে এসেছে দোকানটি দখল করে নিয়ে তালা লাগিয়ে গেছে। ঘটনাটির বিষয়ে থানায় অভিযোগ দিয়েও এপর্যন্ত কোন প্রতিকার পাইনি। এবিষয়ে লালপুর থানার ওসি নাছিম আহমেদ বলেন,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
