সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে ছাত্রলীগের পকেট কমিটি গঠনের বিরুদ্ধে প্রতিবাদ সভা

লালপুরে ছাত্রলীগের পকেট কমিটি গঠনের বিরুদ্ধে প্রতিবাদ সভা


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে গঠনতন্ত্রের নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে বিভিন্ন ইউনিয়নে পকেট কমিটি গঠনের অভিযোগে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ৯ নং অর্জুনপুর-বরমহাটি ইউনিয়নের তৃণমূল ছাত্রলীগ। বৃহস্পতিবার বরমহাটি উচ্চ বিদ্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে তৃনমুল ছাত্রলীগের পক্ষে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, মহিন আল হাসান(অপু), নিলয় হাসান বাধন, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম হৃদয়, হাবিবুর রহমান, বেলাল ইসলাম, জিহাদ আলী প্রমুখ।

বক্তারা অভিযোগ তুলে বলেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইউসুফ হোসাইন ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম নান্নু বাংলাদেশ ছাত্রলীগের গঠন্তন্ত্রের নিয়মনীতির তোয়াক্কা না করেই অবৈধ অর্থের বিনিময়ে সোস্যাল মিডিয়াই পকেট কমিটির ঘোষণা দিয়েছে। আমরা অবিলম্বে এই পকেট কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও বঞ্চিতদের নিয়ে কমিটি গঠনের দাবী জানায়।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের সাথে মুঠোফোনের মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের দুজনের মোবাইল ফোনই বন্ধ পাওয়া যায়।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …