সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে চিনিকলের বেতন ও পেনশনের টাকা বকেয়া

লালপুরে চিনিকলের বেতন ও পেনশনের টাকা বকেয়া

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
উত্তর বঙ্গের ভারি শিল্প নাটোরের লালপুরে গোপালপুর চিনিকলের বেতন ৫ কোটি টাকা ও পেনশনের  ১২ কোটি ৫০ লাখ টাকা বকেয়া রয়েছে । চিনিকলের শ্রমিক ও কর্মচারী সহ কর্মকর্তাদের ২ মাসের  বেতন ৫ কোটি টাকা  ও অবসর প্রাপ্তদের পেনশনের ১২ কোটি  ৫০ লাখ টাকা  চিনিকল কতৃপক্ষের নিকট পাবেন বলে জানা যায়। 

মাসের পর মাস ঘুরা- ঘুরি করে অবসর প্রাপ্তরা পেনশনের টাকা না পেয়ে হতাশার মধ্যে দিয়ে  দিন কাটাচ্ছেন তারা । অন্য দিকে করোনা ভাইরাস ও সংক্রমণ পরিস্থিতিতে বেতনের টাকা না পেয়ে কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছেন শ্রমিক ও কর্মচারীরা । এবিষয়ে চিনিকলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু বলেন, শ্রমিক ও কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছে। আর মার্চ ও এপ্রিল মাসের বেতন মিল কতৃপক্ষের নিকট পাওনা রয়েছে ।

এবিষয়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আবদুল কাদের বলেন, আখ মাড়াই মৌসুমে প্রতি মাসে  শ্রমিক ও কর্মচারীসহ কর্মকর্তাদের ২ কোটি ৫০ লাখ টাকা বেতন প্রদান করা লাগে ।  আমরা  ফেব্রুয়ারি মাসের বেতন ইতি মধ্যে দিয়েছি । মার্চ ও এপ্রিল মাসের বেতন বকেয়া রয়েছে । তিনি আরো বলেন, অবসর প্রাপ্তদের প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা বকেয়া রয়েছে ।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …