রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে চিকিৎসকে ধর্ষণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

লালপুরে চিকিৎসকে ধর্ষণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, লালপুর:

নাটোরের লালপুরে আবাসিক মেডিকেল চিকিৎসক কে ধর্ষণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেটের সামনে অবস্থিত মানবকল্যাণ হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্তর বিরুদ্ধে এই অভিযোগ উঠে বলে জানা গেছে। ভুক্তভুগি চিকিৎসক ওই হাসপাতালের পরিচালক ও তার স্ত্রী সহ ৩ জনের বিরুদ্ধে ৮ অক্টোবর  রবিবার সন্ধ্যার পর লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভুগি চিকিৎসক আগষ্ট মাসে মানবকল্যাণ হাসপাতালে আবাসিক মেডিকেল চিকিৎসক হিসেবে যোগদান করে কর্মরত ছিলেন। ওই হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্ত কিছু অসামাজিক কাজের সাথে লিপ্ত বলে জানতে পান ভুক্তভুগি চিকিৎস। তিনি সেকারণে ওই হাসপাতাল থেকে চাকরি অব্যহত দেওয়ার সিদ্ধান্ত নেন।

পরে হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্ত ভুক্তভুগি কে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এবিষয়ে হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্ত কে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে লালপুর থানার কর্মকর্তা  (ওসি) উজ্জ্বল হোসেন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …