সোমবার , এপ্রিল ১৪ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে চাঞ্চল্যকর পুত্র খুনের ঘটনায় পিতা আটক

লালপুরে চাঞ্চল্যকর পুত্র খুনের ঘটনায় পিতা আটক


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে চাঞ্চল্যকর পিতার হাতে পুত্র খুনের ঘটনায় অভিযুক্ত পিতা আজিজুর রহমান (৬৫) কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পর্ব পাড়া থেকে তাকে আটক করা হয়। লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ ফারুক হোসেন তালাশ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ খুনের প্রায় চার ঘণ্টার মধ্যেই অভিযুক্ত আজিজুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া তিনটার দিকে পারিবারিক কলহের জের ধরে ছেলে আব্দুল হাকিম কে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে আজিজুর। ঘটনার পরেই সে আত্মগোপন করার চেষ্টা করে, পরে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে হত্যা মামলা সহ আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আরও দেখুন

নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) …