সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে চলতি বোরো মওসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

লালপুরে চলতি বোরো মওসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

লালপুরে  চলতি বোরো মওসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩মে ২০২৪) সকালে উপজলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে লালপুর  উপজেলা খাদ্যগুদাম কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি এ্যাড. আবুল কালাম আজাদ ফিতা কেটে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।  

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মো. সাকির হোসেন , কৃষি অফিসার প্রিতম কুমার হোড় প্রমুখ।

চলতি বোরা মওসুমে লালপুরে  মোট ৬৪৫ মেট্রিকটন চাল ও ১০৩ মেট্রিকটন ধান সংগ্রহের টার্গেট নিয়ে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনেই উদ্বোধনী অনুষ্ঠানে ৪৮ টন চাল সংগ্রহ করা হয়েছে বলে উপজেলা  খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …