নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
নাটোরের লালপুরে ঘরের জানালা ভেঙ্গে বাড়িতে ঢুকে চুরির ঘটনা ঘটেছে। গতরাতে উপজেলার কদমচিলান ইউনিয়নের ভবানিপুর হাজিরহাট এলাকার খোদা বক্স সরকার বাবুর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
বাবুর ছেলে জহুরুল ইসলাম জনি জানান, গতরাতে তাদের ঘরের জানালার গ্রিল ভেঙ্গে বাড়িতে ঢুকে একদল চোরদল। পরে তাদের ঘরের ওয়্যারড্রপ ও আলমাড়ির সব কাগজপত্র চছনছ করে। এসময় ওয়্যারড্রব ও আলামাড়ির ভিতর থেকে স্বর্ণালংকার,নগদ টাকা ও ৩ টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। সব মিলিয়ে ৫ লক্ষ টাকার মালামাল চোরদল চুরি করে নিয়ে গেছে বলে দাবি করেছেন বাড়ির ছেলে জনি।
এ ঘটনায় ওই পরিবারের পক্ষ থেকে লালপুর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
