সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে গোপালপুর সাপ্তাহিক হাট জমজমাট

লালপুরে গোপালপুর সাপ্তাহিক হাট জমজমাট

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
নভেল করোনা ভাইরাস প্রতিরোধে ও সংক্রমণ মোকাবিলায় সরকারের নির্দেশে অমান্য করে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরের সাপ্তাহিক হাট জমজমাটভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল থেকে এই হাট জমজমাট ভাবে অনুষ্ঠিত হয়। শুক্রবার ও সোমবার সপ্তাহে এই দুই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট অনুষ্ঠিত হয়ে আসছে।  ৩ এপ্রিল শুক্রবার সকাল থেকে গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর মাঠে এ হাট অনুষ্ঠিত হতে দেখা গেছে। ক্রেতা ও বিক্রেতারা স্বাস্থ্যবিধি অমান্য করে চলছে, এতে সামাজিক দুরত্ব নিশ্চিত করার বিষয়টি মানছেনা তারা।

এবিষয়ে সচেতন মহল বলেন, স্থানীয় প্রশাসনের অবহেলার কারণে এই ভাবে হাট অনুষ্ঠিত হচ্ছে। এ ব্যপারে স্থানীয় প্রশাসনকে জোরালো ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন চাউলের বাজার মনিটরিং করে মূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। কিছু অসাধু চাউল ব্যবসায়ী আছে, যারা চাউলের মূল্য বৃদ্ধি করে ফায়দা হাসিল করছেন, এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …